পার্লামেন্টে এমপিদের হাতাহাতি

পার্লামেন্টে এমপিদের হাতাহাতি

ইলেক্ট্রনিক লেনদেনে করারোপের প্রস্তাব নিয়ে ঘানার পার্লামেন্টে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দেশটির সংসদ সদস্যরা। করের প্রস্তাব নিয়ে আলোচনার এক পর্যায়ের পক্ষে-বিপক্ষের এমপিরা এই হাতাহাতিতে জড়ান। কয়েক সপ্তাহ ধরেই এই প্রস্তাব নিয়ে এমপিদের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে।

মোবাইলে অর্থ পরিশোধে ১.৭৫ শতাংশ ই-লেভি আরোপের প্রস্তাব করা হয়েছে। গত মাসে প্রস্তাবিত এই করের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় বিরোধী দল। বিরোধিরা জাতীয় বাজেট পাসও ঠেকিয়ে দিয়েছে।

সোমবার ডেপুটি স্পিকার যোসেফ ওসেই-ওয়ুসু প্রস্তাবিত কর বাতিলের ইঙ্গিত এবং জরুরি ভিত্তিতে ভোটের আহ্বান জানালে চেম্বারের সামনে জড়ো হন এমপিরা। এসময় সরকার ও বিরোধী দলের এমপিরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। অনেকে এসময় তাদের সহকর্মীদের শান্ত করার চেষ্টা করেন।

অর্থমন্ত্রী কেন ওফোরি-আত্তা দাবি করছেন, এই লেভি আরোপের ফলে করের আওতা বাড়বে এবং ২০২২ সালে দেড়শো কোটি ডলার রাজস্ব আয় হবে।

পার্লামেন্টে প্রস্তাবটি প্রথম উত্থাপনের সময়েই এমপিরা এর বিরোধিতা করেন। এই করের বিরোধিতাকারীদের দাবি, এর ফলে নিম্ন আয়ের মানুষেরা বেশি প্রভাবিত হবে। আনুষ্ঠানিকভাবে ব্যাংক খাতে যুক্ত না থাকা এসব মানুষ মোবাইল লেনদেনের ওপর নির্ভরশীল হওয়ার কারণে সামগ্রিক অর্থনীতি হ্রাস পাবে। 


সূত্র: রয়টার্স