পিরোজপুরে নির্বাচনী সহিংসতার ঘটনায় গ্রেপ্তার ৫

পিরোজপুরে নির্বাচনী সহিংসতার ঘটনায় গ্রেপ্তার ৫

পিরোজপুরের কাউখালী উপজেলার চিড়াপাড়া-পারসাতুরিয়া ইউপি নির্বাচন নিয়ে সহিংসতার ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ এ ঘটনায় আজ এক চেয়ারম্যান প্রার্থীর ছেলেসহ ৫ জনকে গ্রেফতার করেছে।

জানাযায়, গতকাল শনিবার রাতে কাউখালি উপজেলার চিড়াপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ভাইসহ সাতজন ও প্রতিপক্ষ সাইকেল প্রতীকের দুই জন আহত হয়। আহতদের মধ্যে দুই নৌকার সমর্থককে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনায় আজ নৌকা প্রতীকের প্রার্থী মাহামুদ খান খোকন বাদী হয়ে কাউখালী থানায় মামলা দায়ের করে। পুলিশ মামলার আসামী সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ছেলে প্রিন্স খানসহ ৫ জনকে গ্রেফতার করেছে। অপর চারজন হলো মনির খান, হেলাল খান,বাহার খান,তারিকুল ইসলাম খান। এদের বাড়ি দক্ষিণ নিলতী গ্রামে।

এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. বনি আমীন জানান, নৌকা প্রতীকের প্রার্থী মাহামুদ খান খোকন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন । সকালে ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন চেয়ারম্যান প্রার্থীর ছেলে।