পিরোজপুরে বাস চলাচল বন্ধ,যাত্রীদের ভোগান্তি

পিরোজপুরে বাস চলাচল বন্ধ,যাত্রীদের ভোগান্তি

 

বরিশাল বিভাগে মালিকপক্ষ বাস চলাচল বন্ধ করে দেওয়ায় মারাত্মক ভোগান্তিতে পড়েছে পিরোজপুরের বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীরা।

তবে বেশি ভোগান্তিতে পড়েছে ঢাকাগামী যাত্রীরা। শুক্রবার এবং আগামীকাল শনিবার দুই দিন বন্ধ থাকবে বাস চলাচল। বাস চলাচল বন্ধ থাকায় পিরোজপুর থেকে খুলনা, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, মঠবাড়িয়া, ভান্ডারিয়া, ইন্দুরকানী সহ সকল রুটে চলাচলকারী যাত্রীদের পড়তে হয়েছে বিপাকে। আর গন্তব্যে পৌছাতে গুনতে হচ্ছে বাড়তি টাকা।

সাধারণ যাত্রীরা ব্যাটারিচালিত অটোরিক্সায় করে ভাঙা ভাঙা পথে গন্তব্যে পৌছাতে পারলেও, ঢাকাগামী যাত্রীদের পড়তে হয়েছে বিপাকে। বাস কাউন্টারে এসে আবার ফিরে যেতে হচ্ছে। বরিশাল বিভাগে বাস চলাচল বন্ধ থাকবে এ  বিষয়টি অনেকের জানা থাকলেও, ঢাকাগামী বাসগুলো বন্ধ থাকার বিষয়টি অনেকের কাছেই অজানা ছিল। আর হঠাৎ করে এরকম ভোগান্তিতে পড়ায় ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা। আর ঢাকাগামী বাস কাউন্টারের মালিকরাও পড়েছে বিপাকে। বাস বন্ধ থাকলেও কাউন্টার খুলে রেখেছেন তারা। এছাড়া যাত্রীদের নানামুখী প্রশ্নের উত্তরও  দিতে হচ্ছে তাদের।