পুলিশ নিয়োগ পরীক্ষায় পিরোজপুর জেলার প্রথম হলেন মঠবাড়িয়ার রাকিবুল

পুলিশ নিয়োগ পরীক্ষায় পিরোজপুর জেলার প্রথম হলেন মঠবাড়িয়ার রাকিবুল

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কৃষক পরিবারের সন্তান রাকিবুল হাসান মাত্র ১৩০টাকা দিয়ে পুলিশ নিয়োগ পরীক্ষায় আবেদন করে জেলার প্রথম হয়েছেন। এবছর ফেব্রুয়ারি- ২০২২ এর ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষায় পিরোজপুর জেলায় সাত উপজেলা থেকে মোট ৩১ জন আবেদনকারীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। এর মধ্যে প্রথম হয়েছেন মোঃ রাকিবুল হাসান। 

রাকিবুল মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ৬ নং ওয়ার্ড তাফালবাড়িয়া গ্রামের মহারাজ মোল্লার পুত্র। চার ভাই বোনের মধ্যে সে ৩য়। বড় ভাই হাবিবুল্লাহ রাজু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য।

মধ্যবিত্ত পরিবারের সন্তান রাকিবুলের বাবা একজন কৃষক এবং মা গৃহিণী। ছোটবেলা থেকেই লেখাপড়ায় মনোযোগী রাকিব পিইসি ও জেএসসিতে বৃত্তি সহ কৃতিত্বের সাথে এসএসসি ও এইচএসসি পাস করেন। এরপর বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দিলেন তিনি।

আবেদন করতে ১৩০ টাকা ছাড়া আর কোন টাকা পয়সা লাগেনি বলে জানান রাকিবুল ও তার পরিবার। এজন্য জেলা পুলিশ সুপার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

পিরোজপুর জেলা পুলিশ সুপার সাইদুর রহমান জানান, পিরোজপুর জেলায় এবারে ৩১ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।এর মধ্যে রাকিবুল হাসান খুবই মেধাবী। সে নিয়োগ পরীক্ষায় প্রথম হয়েছে। নির্বাচিতদের স্বাস্হ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন শেষে চূড়ান্তভাবে প্রশিক্ষনে অন্তর্ভুক্ত করা হবে