পুলিশের কার্যক্রম সাধারণ মানুষকে বোঝাতে হবে: বিএমপি কমিশনার

পুলিশের কার্যক্রম সাধারণ মানুষকে বোঝাতে হবে: বিএমপি কমিশনার

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, আমাদের দেশের আইন মানবাধিকার সম্পন্ন। পুলিশের কার্যক্রম দিয়ে সেটা সাধারণ মানুষকে বোঝাতে হবে।

 বুধবার মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ আয়োজিত করোনা (কোভিড-১৯) ভাইরাস প্রতিরোধে মোটরযান ও বিভিন্ন যানবাহনে সচেতনতা মূলক স্টিকার, লিফলেট বিতরণ ও মহড়ার  উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন পুলিশ কমিশনার।

পুলিশ কমিশনার বলেন, করোনা সংক্রমণ সুরক্ষায় সকল নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে পারলে আমরা এই মহামারি থেকে রক্ষা পাবো। আমরা নিজেদের নিরাপদ রেখে অন্যদের নিরাপদ রাখার জন্যে যে যাঁর অবস্থান থেকে চেষ্টা করবো।

এসময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর আবু রায়হান মুহাম্মদ সালেহ, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার ডিবি মো. জাহাঙ্গীর হোসেন মল্লিক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা সালেহ উদ্দিন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বিএমপি এস্টেট অ্যান্ড পিএমটি রুনা লায়লা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোহাম্মদ জাকারিয়া রহমান, সহকারী পুলিশ কমিশনার স্টাফ অফিসার মো. আ. হালিম, সহকারী পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড প্রসিকিউশন মো. মতিউর রহমান, সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক অ্যান্ড ফোর্স মো. মাসুদ রানা, সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক মো ফাইয়েজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।