স্বচ্ছতার সঙ্গে সারা দেশে ৯ হাজার ৬৮০ জন কনস্টেবল নিয়োগ সম্পন্ন করায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে থ্যাংকস লেটার পাঠিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এর আগে কখনো পুলিশে নিয়োগ পরীক্ষার পর কোন সংস্থা আইজিপিকে থ্যাংকস লেটার পাঠায়নি। গত ১৮ জুলাই এই পত্রটি দেয়া হয়।
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়- আপনার সুযোগ্য নেতৃত্বে অতি সম্প্রতি দেশব্যাপী পুলিশ বিভাগের একটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সরকারের যেকোনো বিভাগের দীর্ঘমেয়াদি দক্ষ জনবল কাঠামো অর্জনের নিমিত্ত সুষ্ঠু এবং নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে জনবল নিয়োগের বিকল্প নেই। আপনার বিভাগের সাম্প্রতিক নিয়োগ প্রক্রিয়া বিভিন্ন মহল কর্তৃক ইতিমধ্যে প্রশংসিত হয়েছে। বিভিন্ন বিভাগ ও জেলা পুলিশের বিভিন্ন পদবির কর্মকর্তারা আপনার নির্দেশ অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে গুরুদায়িত্ব পালন করায় আমরা সাধুবাদ জানাই। এই বৃহৎ কর্মযজ্ঞে আপনার সহযোগী সকল স্তরের কর্মকর্তাদেরও ধন্যবাদ জানাচ্ছি।
দুদক চেয়ারম্যান আরও বলেন, পুলিশ নিয়োগ পদ্ধতিতে পরিবর্তন না এনে তা কিভাবে স্বচ্ছ করা যায় তার উপরই এবার জোর দেয়া হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে নিয়োগ প্রার্থীসহ সাধারণ মানুষকে পরামর্শ দেয়া হয়েছে যাতে দালাল ও অসাধু ব্যক্তিদের দ্বারা প্রতারিত না হয়। পুলিশের ওয়েবসাইট, গণমাধ্যম, ক্যাবল টিভি ও লিফলেট বিতরণ করে জানিয়ে দেয়া হয়েছে-কোন ধরনের দালাল না ধরতে। নিয়োগ পরীক্ষা স্বচ্ছ করতে আপনার এই প্রচেষ্টা অন্যান্য নিয়োগ প্রদানকারী কর্তৃপক্ষের কাছে অনুকরণীয় হতে পারে। দেশের সার্বিক উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধে আপনার বিভাগও দুদকের সঙ্গে একাত্ম হয়ে কাজ করে যাচ্ছে। সাম্প্রতিক নিয়োগের ন্যায় অন্যান্য কাজকর্মেও আপনার বিভাগ বিগত দিনের ন্যায় স্বচ্ছতার সঙ্গে কাজ করে যাবে এই প্রত্যাশা করি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সুখী সমৃদ্ধ এবং একটি উন্নত বাংলাদেশ গঠনের লক্ষ্য আমরা পাশাপাশি কাজ করে যাব।