পেঁচা উদ্ধার করল ফায়ার সার্ভিস

পেঁচা উদ্ধার করল ফায়ার সার্ভিস
আটকে পড়া বিরল প্রজাতির পেঁচা উদ্ধার করল ফায়ার সার্ভিস , ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় একটি ভবনে আটকা পড়া বিরল প্রজাতির পেঁচা উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে পেঁচাটিকে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়। শনিবার দুপুরে বিরল প্রজাতির পেঁচা উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। জানা যায়, পৌর এলাকার কুমারশীল মোড়ের আমীন কমপ্লেক্সের পঞ্চমতলার বাথরুমের ফলস ছাদে দুইদিন ধরে আটকে ছিল পেঁচাটি। কিন্তু কোনোভাবেই এটিকে বের করা যাচ্ছিল। পেঁচাটি দুইদিন ধরে কোনো খাবারও পাচ্ছিল না। অবশেষে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এটিকে উদ্ধার করে মুক্ত আকাশে ছেড়ে দেয়। গণমাধ্যমে ফায়ার সার্ভিসের লিডার মো. ফারুকুল ইসলাম ভূঁইয়া জানান, উদ্ধার করা পেঁচাটি আকারে বেশ বড় ও বিরল প্রজাতির। খবর পাওয়া মাত্রই এটিকে উদ্ধার করে মুক্ত আকাশে ছেড়ে দেয়া হয়েছে।