প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের বরগুনায় শীতবস্ত্র বিতরণ

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের বরগুনায় শীতবস্ত্র বিতরণ


বরগুনার বদরখালী ইউনিয়নের বিষখালী নদীর গুলিশাখালী মাঝেরচরে বসবাসকারী দুঃস্থ দরিদ্র মানুষের মধ্য  শীতবস্ত্র বিতরন করে, "প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।

আজ বিকাল ৫ টায় মাঝেরচর আবাসনে শীতবস্ত্র বিতরনে উপস্হিত ছিলেন, চ্যানেল আই ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মোঃহাসানুর রহমান ঝন্টু, ইউপি, সদস্য, আঃ রশিদ হাওলাদার, সমাজসেবক, নারীনেত্রী সায়েরা খাতুন প্রমূখ।

এ সময় ইউপি সদস্য আঃ রশিদ হাওলাদার প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনর শীতার্ত মানুষকে সহায়তায় কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মাঝের চরে যারা থাকেন, তাদের প্রাকৃতিক দূর্যোগকে মোকাবেলা করে জীবন চালাতে হচ্ছে। দূর্যোগ এলে সরকার আর কতিপয় ব্যাক্তি, প্রতিস্টান খোজঁ নিলেও শীত মৌসুমে আমরা অবহেলিত থাকি।এখানে যারা বসবাস করছেন তারা মৎস্যজীবী ও কৃষিজীবী।

তাদের শীতবস্ত্র দিয়ে সহায়তা করায় তারা খুবই উপকৃত হয়েছে বলে উল্লেখ করেন, ইউপি সদস্য আঃ রশিদ।