প্রথম বর্ষপূর্তিতে বরিশাল উদ্যোক্তা হাব

প্রথম বর্ষপূর্তিতে বরিশাল উদ্যোক্তা হাব

বরিশাল বিভাগীয় উদ্যোক্তা হাব এর প্রথম বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।
২ জুন ২০২০ তারিখে পথচলা শুরু হয় বরিশাল বিভাগীয় উদ্যোক্তা হাবের। সেই পথের পথিক এখন ৭৬ হাজার উদ্যোক্তা।  
 
শুক্রবার (১৮ জুন) সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত দিনব্যাপী বরিশালের সুরভী পল্লিতে অনুষ্ঠিত হয়  প্রথম বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।

অনুষ্ঠানের প্রথম পর্বে থাকে উদ্যোক্তাদের নিয়ে আলোচনা, তাদের গল্প শোনা, গান, র‍্যাম্প শো, উদ্যোক্তা আড্ডা ও দুপুরের খাবার। 
উক্ত অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয় কেক কাটার মাধ্যমে। 

এরপর অনুষ্ঠিত হয় উদ্যোক্তা হাব  ফাউন্ডেশন নিয়ে উদ্যোক্তাদের সাথে আলোচনা ও মত বিনিময়। অনুষ্ঠানের এই পর্বে উপস্থিত ছিলেন উদ্যোক্তা হাব ফাউন্ডেশনের   চেয়ারম্যান মাসুমা আক্তার , প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শাহেদ জামান হোটেল সী ক্রাউন ইন মালিক আশরাফুজ্জামান খান (রনি), গঠনতন্ত্র প্রণয়নকারী আহসান মুরাদ চৌধুরীসহ বরিশাল  উদ্যোক্তা হাবের নারী ও পুরুষ সদস্যরা।  

  

এই পর্যায়ে আলোচনা হয় উদ্যোক্তা হাব ফাউন্ডেশনের গঠন প্রণালী ও উদ্যোক্তাদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। 
সবশেষে বিকেলের নাস্তা ও  সকল অতিথিদের সাথে উদ্যোক্তাদের গ্রুপ ছবি তোলার মধ্য দিয়ে শেষ হয় বরিশালে উদ্যোক্তা হাবের প্রথম বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।