প্রথমবার কোনো ট্রফি ছাড়া মেসি

মৌসুমের শুরু থেকেই পুরোপুরি মেসি নির্ভর হয়ে পড়েছিল বার্সেলোনা। আর করোনা বিরতির পর খেলা শুরু হলে আর্জেন্টাইন অধিনায়কে ছাড়া তো কাউকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না।
যার সর্বশেষ নতিজা চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়। শুধু বিদায় বললেও ভুল হবে, আসরটির কোয়ার্টার ফাইনাল থেকে বার্সাকে যেন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল বায়ার্ন মিউনিখ। লিসবনে এক লেগের এই ম্যাচে ৮-২ গোলে হেরেছে বার্সা।
আর এই ম্যাচ শেষে নিজের হতাশা লুকোতে পারলেন না মেসি। ম্যাচ চলাকালীনই প্রতিপক্ষের প্রতিটি গোল আঘাত করেছে তাকে। শেষ আটে বাভারিয়ানদের এমন দাপুটে জয়ে একেবারে অসহায় হয়ে পড়েছিলেন এই তারকা।
খেলার পরে বার্সার ড্রেসিংরুমের একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে এক কোনে বসে অসহায় চিন্তায় মগ্ন মেসিকে দেখা গেছে। তার থেকে বেশি দূরত্বে দাঁড়িয়ে অন্য দুনিয়ায় হারিয়ে গেছেন গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন।
এদিকে ২০০৬-০৭ সালের পর প্রথমবার কোনো ট্রফি ছাড়া মৌসুম শেষ করলেন মেসি।
ভোরের আলো/ভিঅ/১৫/২০২০