প্রথমবার ভোটে দাঁড়িয়ে জিতলেন অদিতি

প্রথমবার ভোটে দাঁড়িয়ে জিতলেন অদিতি

রাজারহাট গোপালপুর বিধানসভা নির্বাচনে প্রথমবার ভোটে দাঁড়িয়ে জিতলেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী অদিতি মুন্সি। এই আসনে বিজেপির প্রার্থী ছিলেন শমীক ভট্টাচার্য। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়িয়েছেন সিপিআইএমের শুভজিৎ দাশগুপ্ত।

রাজারহাট-গোপালপুর উত্তর ২৪ পরগনা জেলার একটি বিধানসভা কেন্দ্র। ২০১১ সালের আগে পর্যন্ত রাজারহাট (তফসিলি জাতি) বিধানসভা কেন্দ্র ছিল। ২০১১ সালের পর থেকে দু’টি বিধানসভা কেন্দ্র হয়। রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্র এবং রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্র।

সূত্র: আনন্দবাজার,