প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে আগৈলঝাড়ায় আবুল হাসানাত আবদুল্লাহর মতবিনিময়

আগামী ২৫ ফেব্রুয়ারি রোজ শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১১টায় প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মতবিনিময় সভায় নেতা-কর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার জনভা সফল করার লক্ষে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এসময় মন্ত্রীর একান্ত সচিব মো. খায়রুল বশার, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, ওসি গোলাম ছরোয়ারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্যেশ্যে যাত্রা করেন। এরপরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রস্ততি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন।
উল্লেখ্য চার বছর পরে আগামী ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১১টায় এক জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে উপজেলা আওয়ামী লীগ ইতোমধ্যেই বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীদের নিয়ে পৃথক প্রস্তুতিসভা করেছেন।
সভায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে আগামী ২৫ ফেব্রুয়ারি সকাল ৮ ঘটিকায় আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে নেতা-কর্মীরা পরিবহন যোগে সমাবেশস্থলে রওয়ানা হবার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। স্বেচচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাজু সেরনিয়াবাত এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বেচচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক গোলাম নবি সেরনিয়াবাত প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত ছিলেন ।