প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষকের ধান কেটে দিচ্ছে মুলাদীর কৃষকলীগ

প্রধানমন্ত্রী, কৃষক শেখ হাসিনার নির্দেশে প্রান্তিক কৃষকদের ধান কেটে দিচ্ছে মুলাদী উপজেলা কৃষকলীগ।
বৃহস্পতিবার উপজেলার কাজিরচর ইউনিয়নের কৃষক খোকন খান, ফজলু তফাদার, খালেক চৌকিদার, বাদশা, রহিম, শাহাবুদ্দিন, কুদ্দুস মোল্লা, বুদাই হাওলাদার ও শুক্কুর এর খেতের পাকা ধান নেতাকর্মীদের সাথে নিয়ে কেটে ও বাড়ী পর্যন্ত পৌছে দেয় মুলাদী উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ। সকাল ৭টা থেকে দিনব্যপি এই ধানকাটায় অংশগ্রহন করেন, মুলাদী উপজেলা কৃষকলীগ সভাপতি এস এম কামাল পাশা, সাধারন সম্পাদক বদরুজ্জামান নদরুল ফকির, যুগ্ন-সম্পাদক রাশেদ খান তোতা, হুমায়ুন কবির, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সালাহউদ্দিন কাওসার, কাজিরচর ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক রিয়াজ হোসেন প্যাদা, যুগ্ন-আহবায়ক রাসেল মাহমুদ, ইউনিয়ন কৃষকলীগ নেতা নজরুল হাওলাদার, মফিজুল ইসলাম কাজী, নাজিরপুর ইউনিয়ন কৃষকলীগ আহবায়ক ইউসুফ আলী, যুগ্ন-আহবায়ক নান্টু তালুকদার সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন কৃষকলীগের নেতৃবৃন্দ।
এসময় উপজেলা কৃষকলীগ সভাপতি এস এম কামাল পাশা বলেন, আসন্ন ঘুর্নিঝরের পূর্বেই কৃষক যেন তার পাকাধান ঘরে তুলতে পারে সে লক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে মুলাদী উপজেলা কৃষকলীগ কৃষকদের পাশে থেকে তাদের পাকাধান কেটে বাড়ী পৌছে দেবে, তিনি আরও বলেন, আজকে শুরু করেছি পর্যায় ক্রমে বিভিন্ন ইউনিয়নে গিয়ে কৃষকলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে কৃষকদের পাকাধান কেটে দেয়া হবে।