প্রধানমন্ত্রীর ফেসবুক আইডি নেই

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনও ফেসবুক আইডি নেই। প্রধানমন্ত্রীর নামে চালু সব সামাজিক যোগাযোগ মাধ্যম নেটওয়ার্কিং সাইট ভুয়া। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের কর্মকর্তাদের ফেসবুক পোস্টে এ কথা জানানো হয়েছে। একইসঙ্গে তারা সতর্ক করেছেন, শেখ হাসিনার নামে চালু ভুয়া ফেসবুক আইডি’র পোস্ট বা সামাজিক যোগাযোগ মাধ্যম নেটওয়ার্কিং দেখে কারও বিভ্রান্ত হওয়ার কোনও কারণ নেই।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েসের
সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া দুটি ছবির কথা উল্লেখ করে এই সতর্কতা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস তার ফেসবুক ওয়ালে এক পোস্টে লিখেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে ছবি দু'টি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু নিচে পোস্ট করা ছবি দু'টি মাননীয় প্রধানমন্ত্রীর নয়।’