প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ

বাংলাদেশ জাতীয় দল জিম্বাবুয়েতে দুই দিনের অনুশীলন শেষে পূর্বনির্ধারিত দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামছে আজ। টাকাশিঙ্কা স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় মাঠে নামবে টাইগাররা। হারারে থেকে প্রায় এক ঘণ্টা পথ দূরত্ব মাঠে গিয়ে নিজের ঝালিয়ে নেবেন মুমিনুল হকরা।
চোটে ভোগা তামিম ইকবাল ও মুশফিকুর রহিম প্রস্তুতি ম্যাচে খেলবেন কিনা নিশ্চিত করে বলতে পারেননি কেউ। তবে এই ম্যাচ সামনে রেখে গতকাল পুরোদমে নেটে ব্যাটিং করেছেন দুই জন।
আগামী ৭ জুলাই দুই দলের একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে। ২০১৩ সালের পর বাংলাদেশ দল আবার গিয়েছে জিম্বাবুয়েতে। শেষ সফরে টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়েছিল। এবার বাংলাদেশ জয়ের দেখা পায় কিনা সেটাই দেখার।