প্রাথমিকে সাংস্কৃতিক ও শরীর চর্চা শিক্ষক নিয়োগ

প্রাথমিকে সাংস্কৃতিক ও শরীর চর্চা শিক্ষক নিয়োগ
প্রাথমিক স্কুলগুলোতে শিক্ষার্থীদেরকে লেখাধুলা ও সঙ্গীতের উপর পারর্দশী করতে সাংস্কৃতিক ও শরীর চর্চা বিষয়ে দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে (ডিপিই) আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৯ ও আন্ত:পিটিআই সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৮ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন। জাকির হোসেন বলেন, ‘আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আজকের শিশুদের যোগ্য করে তুলতে হবে। এ জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। এ জন্য সরকারের পাশাপাশি অভিভাকদের সচেতনতা বাড়াতে হবে।’ প্রতিমন্ত্রী বলেন, ‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে প্রাথমিক শিক্ষার উন্নয়ন জরুরি। লেখাধুলা- সাংস্কৃতি শিক্ষার্থীদের মনের ক্ষুধা মেটায়। এ বিষয়ে শিক্ষার্থীদের পারদর্শী করে তুলতে প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ে শিক্ষক নিয়োগ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।’ প্রসঙ্গত, জাতীয় পর্যায়ের এ প্রতিযোগীতায় আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়ার ১৪টি ইভেন্টে, আন্ত:প্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক ছয়টি ইভেন্টে এবং আন্ত:পিটিআই সাংস্কৃতিক প্রতিযোগিতা ১০টি ইভেন্টে ছাত্র, ছাত্রী দুইটি গ্রুপে বিভাগীয় পর্যায়ের চ্যাম্পিয়ন প্রতিযোগিরা অংশগ্রহণ করে। প্রতিযোগীতায় ১৫ জন এবং সাংস্কৃতি প্রতিযোগীতায় বিজয়ী ৮ জনকে প্রতিমন্ত্রী পুরস্কার তুলে দেন। ডিপিই’র মহাপরিচালক এএফএম মনজুর কাদিরের সভাপত্বিতে আরো রাখেন বিশেষ অতিথি মো. আকরাম-আল-হোসেন, ডিপিই’র অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমদ, মো. আব্দুল মান্নান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন