প্রীতি ম্যাচ খেলতে মালদ্বীপে বাংলাদেশ ফুটবল দল

প্রীতি ম্যাচ খেলতে মালদ্বীপে বাংলাদেশ ফুটবল দল

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আজ নিরপাদে মালদ্বীপ পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মালদ্বীপের রাজধানী মালে আগামী বৃহস্পতিবার  প্রথম ম্যাচে স্বাগতিক দলের মোকাবেলা করবে জামাল ভুঁইয়ারা। 

আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫টায় মালদ্বীপে অবতরণ করে বাংলাদেশ দলকে বহনকারী ইউএস বাংলার বিমানটি। ম্যাচের প্রস্তুতি নিতে আগামীকাল বুধবার রাত ৮টায় (বাংলাদেশ সময়) অনুশীলন শুরু করবে সফরকারী বাংলাদেশ দল। আজ সকালে মালদ্বীপের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে জায় জাতীয় ফুটবল দলের সদস্যরা।  

ফিফার দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মঙ্গোলিয়ার মোকাবেলা করবে বাংলাদেশ। আগামী ২৯ মার্চ সিলেটে অনুষ্ঠিত হবে ম্যাচটি।