প্রেমিক বা পাত্রের দুটি গুণ থাকলেই চলবে প্রভার

প্রেমিক বা পাত্রের দুটি গুণ থাকলেই চলবে প্রভার

দীর্ঘ সময় ধরে অভিনয় অঙ্গনে অবস্থান করছেন মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছোটপর্দায় বেশ জনপ্রিয়তা অর্জন করেন অল্প সময়েই। ব্যক্তিগত কারণে বিতর্কের মুখেও পড়তে হয় তাকে। তবে নতুন করে ফের আলোচনায় এই অভিনেত্রী।

সম্প্রতি প্রেম এবং প্রেমিক নিয়ে খোলামেলা কথা বলেছেন। দেশীয় এক সংবাদমাধ্যমে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে প্রভা বলেন, আমার প্রেমিক বা পাত্র হতে হলে দুটি গুণ বা যোগ্যতা থাকলেই চলবে।

তিনি আরও বলেন, ‘প্রথমত, শতভাগ বিশ্বস্ত হতে হবে। দ্বিতীয়ত, মাদকের সঙ্গে কোনো সম্পর্ক থাকা যাবে না। এই দুটি গুণ বা যোগ্যতা থাকলেই চলবে। বাকিগুলো মানিয়ে নেব।’

সাক্ষাৎকারে প্রভা আরও জানান, তৃতীয় শ্রেণিতে পড়ার সময় প্রথম প্রেমের চিঠি পান। তখন ঈদের সময় ছিল। চিঠি পেয়ে খুব ভয় পেয়েছিলেন।

প্রভা বলেন , ‘আম্মু যদি জানতে পারে, আমাকে তো মেরেই ফেলবে। প্রথম পাওয়া চিঠি কুচি কুচি করে কেটে ফেলে দেই।’