ফুলবাড়ি দিবস উপলক্ষে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা

ফুলবাড়ি দিবস উপলক্ষে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।
বুধবার বেলা ১১টার দিকে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ফুলবাড়িতে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, জেলা সিপিবির সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক জলিলুর রহমান, গণসংহতি আন্দোলনের আরিফুর রহমান, মিরাজ আহমেদ, নবীন আহমেদ ও সাফিন আহমেদসহ অনেকেই।
কমিটির নেতারা ফুলবাড়ির ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া সকল মামলা প্রত্যাহারের দাবি জানান।