ফেনীতে স্টার লাইন ফুডের কারখানায় ভয়াবহ আগুন

ফেনীতে স্টার লাইন ফুডের কারখানায় ভয়াবহ আগুন

ফেনীতে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট কাজ করছে। এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে স্টার লাইন ফুড প্রোডাক্টস নামক কারখানায় এই আগুন লাগে।

ফেনী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি বিষয়টি নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের ১১ ইউনিট কাজ করছে।