বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব শুরু

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পার্বত্য চট্টগ্রামে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব-২০২১।
আজ সোমবার শুরু হয়ে অ্যাডভেঞ্চার উৎসব চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত।
তিন পার্বত্য জেলার পর্যটন শিল্পকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এবং মুজিব বর্ষ উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে এই অ্যাডভেঞ্চার উৎসব হচ্ছে।
এই উৎসবে দেশের ১০০ অংশগ্রহণকারী পর্বতারোহণ, নৌবিহার, কায়াকিং, হাইকিং ও ট্রেইল রান, টিম বিল্ডিংসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেবেন।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, টেকসই পর্যটন খাত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান ক্ষেত্র হতে পারে। বিশেষ করে অ্যাডভেঞ্চার পর্যটনে দেশ-বিদেশের মানুষকে আকৃষ্ট করতেই এই আয়োজন, যা দেশের জাতীয় অর্থনীতিতেও বিপুল ভূমিকা রাখতে পারে।
ভোরের আলো/ভিঅ/১১/০১/২০২১