বঙ্গবন্ধু দেশে না আসলে স্বাধীনতা পূর্ণতা পেত না: ববি উপাচার্য

দেশ স্বাধীন হলেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফেরেন ১০ জানুয়ারি। বঙ্গবন্ধু দেশে ফিরে না আসলে স্বাধীনতা পূর্ণতা পেত না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত এক ভার্চয়াল আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বরিশাল বিশ্বিবদ্যালয়ে এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বিবিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন এমিকাস গিল্ড এর আয়োজনে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও এর আইনি তাৎপর্য’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে ওই মন্তব্য করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
ভর্চুয়াল ওই আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন, জগন্নাথ বিশ্বিবিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস. এম. মাসুম বিল্লাহ্। বিশেষ আলোচক ছিলেন, বরিশাল বিশ্বিবিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সুলতানা জাহান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মহোদয় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাঙালি বিজয়ের পরিপূর্ণতা লাভ করেছিলো। ১৬ ডিসেম্বর বাঙালি বিজয় অর্জন করলেও বিজয়ের স্বাদ অবলোকন করার জন্য বাঙালি জাতিকে ১৯৭২ সালের এর ১০ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। সেদিন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পশ্চিম পাকিস্তানের কারান্তরীণ শেষে নিজভুমিতে ফিরেছিলেন। ১০ ই জানুয়ারি বঙ্গবন্ধু দেশে না ফিরলে স্বাধীনতা বিজয়ের পূর্ণতা পেত না।
তিনি বলেন, জাতির পিতা যে অসম্প্রদায়িক ক্ষুধা-দারিদ্রমুক্ত ও উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন, সব ষড়যন্ত্র প্রতিহত করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে কার্যকরী ভুমিকা রাখতে হবে। ১৯৭১সালের ১৭ এপ্রিল মুজিবনগর আম্রকানন-এর সরকার গঠনের মধ্য দিয়ে যে সরকার ঘোষণা করা হলো, সে সরকার ঘোষণার মধ্য দিয়েই একটি আইনের বিষয় প্রতিষ্ঠিত হয়েছে। সেই আইনের মাধ্যমেই রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীসহ সরকার গঠন করা হয়। সেখানে যে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল তার মধ্যে দিয়েই পৃথিবীর মাঝে একটি আইনি ভীত প্রকাশ পায়।
ওয়েবিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী (এলএলবি) মো. মমিন ইউ আহম্মেদ, আইন বিভাগের শিক্ষার্থী (এলএলবি) মোসাম্মৎ তাশরিফা আক্তার, (এলএলবি) মাসুম বিল্লাহ।
আইন বিভাগের শিক্ষার্থী (এলএলএম) আব্দুলাহ্-আল-মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভাটি সঞ্চালনা করেন আইন বিভাগের শিক্ষার্থী (এলএলবি) আসাদুজ্জামান ইদ্রিস।