বঙ্গবন্ধুর জন্মদিনে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি আদেশ

আসছে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে জরুরি নির্দেশনা দিয়েছে শিক্ষামন্ত্রণালয়।
মঙ্গলবার প্রকাশিত নির্দেশনায় স্বাক্ষর করেন উপসচিব মো. শামসুল আলম।
এতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
১৭ই মার্চ সকাল ৯ টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও তদূর্ধ্ব কর্মকর্তাগণসহ এ মন্ত্রণালয়ের দপ্তর ও সংস্থাপ্রধানগণ এ পুষ্পস্তবক অর্পণে অংশগ্রহণ করবেন।
এ অবস্থায়, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও তদূর্ধ্ব কর্মকর্তাগণ এবং মন্ত্রণালয়াধীন অধিদপ্তর/দপ্তর/সংস্থাসমূহের প্রধানকে আগামী ১৭ই মার্চ সকাল ৯ টার মধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।