বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে মঠবাড়িয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১আগস্ট) বিকালে স্থানীয় ব্যাংক পাড়ার কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ মঠবাড়িয়া উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদ।
উপজেলা শ্রমিক লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ-উল-হক, পৌর যুবলীগ সভাপতি তৌহিদ মাসুম, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা শাহীন মিয়া, মো রামিম আহমেদ প্রমুখ। সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন। এবং বিদেশে পালিয়ে থাকা ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতার ঘাতকদের দেশে ফিরেয়ে এনে ফাঁসির কার্যকর করা দাবি জানান। পাশাপাশি নেতাকর্মীদের জাতির পিতার শোককে শক্তিতে রুপান্তর করার আহ্বান জানানো হয়।
আলোচনা শেষে পচাত্তরের ১৫ আগষ্টে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শাহদাৎবরনকারী শহীদদের আত্নার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এবং পরে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।