বঙ্গবন্ধুর সমাধিতে বরিশাল মহানগর আওয়ামী লীগের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে বরিশাল মহানগর আওয়ামী লীগের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুলের শ্রদ্ধা নিবেদন এবং দোয়া-মোনাজাত করেছে বরিশাল মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির নেতাকর্মীরা। 

বুধবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় মহানগর আওয়ামী লীগের সভাপাতি একেএম জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক সিটি মেয়র সাদিক আবদুল্লাহ’র নেতৃত্বে নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। এসময় নেতাকর্মীরা সুরা ফাতেহা পাঠ এবং বিশেষ দোয়া-মোনাজাত করেন। মোনাজাতে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয় বলে জানান পূর্নাঙ্গ কমিটির নির্বাহী সদস্য এসএম জাকির হোসেন। 

তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করতে মহানগর আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটির নেতাকর্মীরা বুধবার সকাল ৯টার দিকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হয়। সেখানে পৌঁছার পর সকাল সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধুর সমাধিতে ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া-মোনাজাত করেন তারা। 

এর আগে, ২০১৯ সালের ৮ ডিসেম্বর সম্মেলনের মাধ্যমে একেএম জাহাঙ্গীরকে সভাপতি এবং সিটি মেয়র সাদিক আবদুল্লাহকে মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়। এর ১৩ মাস পর গত পহেলা জানুয়ারী দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশে সাধারন সম্পাদক ওবায়দুল কাদের ৭৫ সদস্য বিশিস্ট বরিশাল মহানগর আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেন।