বঙ্গবন্ধুর সমাধিতে বিসিসি’র নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে বিসিসি’র নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শ্রদ্ধা

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা।

শনিবার দুপুর ১টার দিকে শ্রদ্ধা নিবেদনকালে প্রাণি সম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম এমপি, বরিশাল সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এবং বঙ্গবন্ধুর ভাগ্নে বাগেরহাটের এমপি শেখ হেলালসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দশ্যে রওয়ানা করেন বিসিসি’র নবনির্বাচিত মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাত সব নবনির্বাচিত কাউন্সিলররা। সাথে ছিলেন মেয়রের সহধর্মীনি লুনা আবদুল্লাহ এবং সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তবে আওয়ামী ঘরানার ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটুসহ বিএনপিপন্থী কাউন্সলররা টুঙ্গিপাড়ায় যাননি। 

দুপুর ১টার দিকে প্রথমে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিসিসি’র নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ। এ সময় প্রাণি সম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের এমপি জাহিদ ফারুক এবং বাগেরহাটের এমপি শেখ হেলালসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে জাতির জনকের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন তারা। মোনাজাতে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহীদের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যান কামনা করা হয় বলে জানান বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য ফরহাদ বিন আলম জাকির। 

উল্লেখ্য, গত ১২ জুনের নির্বাচনে ৮৭ হাজার ৮শ’ ৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের আবুল খায়ের খোকন সেরনিয়াবাত।