বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা

স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার ২২ জানুয়ারি সকালে বরিশাল সিটি কর্পোরেশন এর ৩০ নং ওয়ার্ডের ১৬ নং কলাডেমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত সমাজের সুবিধা বঞ্চিত শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি এসব কথা বলেন।
তিনি আবও বলেন, এরআগে যারাই ক্ষমতায় এসেছেন তারা কেবল তাদের নিজদের ভাগ্যই পরিবর্তন করেছে দেশের উন্নয়নে কোন ভূমিকা পালন করে নি৷ তবে বর্তমান সরকার যে সকল উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে তাতে বিশ্বের ৩৫ তম সমৃদ্ধিশালী দেশে এদেশের নাম লিখিয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতা ও বরিশাল মহানগর যুবলীগের আহবায়ক মোঃনিজামুল ইসলাম নিজাম, বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচিত কাউন্সিলর বৃন্দ সহ বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বর সহ বরিশাল জেলা ও মহানগর ছাত্রলীগ এর নেতৃবৃন্দ সহ স্থানীয় নেতৃবৃন্দরা তার সাথে উপস্থিত ছিলেন।