বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে: মেয়র সাদিক

বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করার। তাঁর জন্মশতবর্ষে আমাদের অঙ্গীকার হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া। বর্তমান প্রজন্ম সেই কাজে আত্মনিয়োগ করবে।
গতকাল রাতে নগর ভবনের সামনে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের অনুষ্ঠানে এসব কথা ববেল মেয়র সাদিক আবদুল্লাহ।
মেয়র বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে কেবল ব্যানার, ফেস্টুন, আলোকসজ্জ্বা ও কেক কাটার মতো আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। তাঁর আদর্শ, চেতনা ধারণ ও লালন করতে হবে। একই সঙ্গে বঙ্গবন্ধুর স্বপ্নের আকাঙ্খা সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে। সেই লক্ষ্যে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জ্বীবীত করতে হবে। আমি বিশ^াস করি তরুণ প্রজন্মের হাত ধরেই আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে। সেই লক্ষ্য অর্জনে আমাদের যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
রাতের নগর ভবনের সামনে অনুষ্ঠিত আয়োজনের মূল আকর্ষণ ছিল বর্ণিল আতশবাজির খেলা। যা নগরবাসীকে আকৃষ্ট করেছে। রাতের এই আযোজন দিয়ে মুজিব শতবর্ষের প্রথম দিন কেটেছে। তবে মুজিববর্ষের কর্মসূচি শুরু হয় আগের দিন রাত ১২টা এক মিনিট থেকে। এসময়ও রাতের আকাশ আলোকিত হয় আতশবাজীতে।
সকাল ছয়টায় জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, মিষ্টি বিতরণসহ দিনভর নানা আয়োজনে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী।
গতকাল মঙ্গলবার সকাল ৯টায় নগরীর সদর রোডের সোহেল চত্ত্বরে আওয়ামী লীগ কার্যালয় সম্মুখে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এছাড়া জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে সকাল ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ বলেন, করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসাবে প্রধানমন্ত্রীর নির্দেশে মুজিব শতবর্ষের অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। দেশ ও জাতির স্বার্থে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা।
অন্যদিকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সম্বয় পরিষদ এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের উেেদ্যাগে নগরের অশি^নী কুমার হল চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানানো হয়। এখানে সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের বাইরে বিভিন্ন সামাজিক সংগঠনও জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে আজ সকাল ৯টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ডিআইজি মো. শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া সকাল ১০টায় সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবনের সামনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, জেলা প্রশাসকের উদ্যোগে নিজ কার্যালয়ে সকাল ১০টায় কেক কাটা, দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে সহায়তা প্রদান, নগরীর ৩০টি ওয়ার্ডে সিটি করপোরেশনের উদ্যোগে মুজিব বর্ষ উপলক্ষ্যে গার্ভেজ বক্স ভ্যান প্রদান এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দুপুরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাত আটটায় আতশবাজীর আলোকছটায় বর্ণিল হয়ে ওঠে বরিশালের আকাশ। নগর ভবনের সামনে মুজিব বর্ষ উপলক্ষে ওই আয়োজন করে বরিশাল সিটি করপোরেশন। বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ওই আয়োজনের উদ্যোক্তা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালন উপলক্ষে কেক কাটার পর সংক্ষিপ্ত আলোচনায় মেয়র সাদিক জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ১০০ আতশবাজী উড়িয়ে বর্ণিল করা হয় বরিশালের আকাশ।
অন্যদিকে বরিশাল ক্লাবে বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা শেষে আতশবাজী উড়ানো হয়।
এর আগে গত সোমবার রাত ১২টা ১ মিনিটে নগর ভবন চত্ত্বরে কাউন্ট ডাউন (০০-০০-০০) শেষে মুজিব বর্ষ উপলক্ষ্যে আঁতশবাজী উৎসবের আয়োজন করে সিটি করপোরেশন।