বদলি হল স্বাস্থ্যের সচিব

বদলি হল স্বাস্থ্যের সচিব

জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুই সচিব ও এক সাচিবিক মর্যাদার কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে এমন তথ্য জানা গেছে।

এতে বলা হয়, স্বাস্থ্যবিভাগের সচিব মো. আব্দুল মান্নানকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। আর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবকে স্বাস্থ্য বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া সুরক্ষা বিভাগের সচিবের দায়িত্ব দেয়া হয়েছে ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মোকাব্বির হোসেনকে।

আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুনকে একই মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের পদোন্নতি দেয়া হয়েছে।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় সোমবার থেকে সারাদেশে শুরু হচ্ছে এক সপ্তাহের লকডাউন।