ববি আন্ত: বিভাগ প্রমীলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পদার্থবিজ্ঞান বিভাগ

বরিশাল বিশ্ববিদ্যালয় আন্ত: বিভাগ প্রমীলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পদার্থবিজ্ঞান বিভাগ।১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে উক্ত ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্ত:বিভাগ প্রমীলা ফুটবল টুর্নামেন্ট- ২০২১ এর শ্বাসসরুদ্ধকর ফাইনালে ট্রাইবেকারে ৩-২ গোলের ব্যবধানে মার্কেটিং বিভাগকে হারিয়ে টানা চতুর্থ বারের মত চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করেছে পদার্থবিজ্ঞান বিভাগ।
মেয়েদেরকে ফুটবল খেলায় উৎসাহিত করতে ২০১৭ সাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রমীলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে আসছে।উক্ত খেলায় চ্যাম্পিয়ন টিমের উপদেষ্টার দায়িত্বে ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের ড. রহিমা নাসরিন এবং রানার্স আপ টিমের উপদেষ্টার দায়িত্বে ছিলেন ফাতেমা তুজ জোহরা নদী।