ববিতে ঈদুল আযহার ১৩ দিনের ছুটি ঘোষণা

ববিতে ঈদুল আযহার ১৩ দিনের ছুটি ঘোষণা

পবিত্র ইদুল আযহার ছুটিতে  মঙ্গলবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ড.এমডি হাসিনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদুল আযহা উপলক্ষে আগামী ৮ আগষ্ট থেকে ২০ আগষ্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরণের ক্লাস-পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।  ১১ আগষ্ট থেকে ১৯ আগষ্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম বন্ধ থাকবে। 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ১৫ আগষ্ট (বৃহস্পতিবার) বঙ্গবন্ধু শেখ মুজিবুরর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল বিদ্যালয় কর্তৃক আয়োজিত কার্যক্রমে সকলকে অংশগ্রহনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন সময়ে ডিসপ্যাচ শাখা ও সিকিউরিটিসহ অন্যান্য সেবা সমূহ বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।