ববিতে মহান বিজয় দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস ২০২১ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বরিশাল বিশ^বিদ্যালয় প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেন।
গত বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর সকাল ৯টায় উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের উপস্থিতিতে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলণের মাধ্যামে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয় । পরে বিশ^বিদ্যালয়ের বিএনসিসি ক্যাডেট কর্তৃক গার্ড অব অনার গ্রহণ করেন উপাচার্য মহোদয়। সকাল সাড়ে ৯ টায় উপাচার্যে নেতৃত্বে বরিশাল বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য বিজয় র্যালি । র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের ছয় দফা বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিন¤্র শ্রদ্ধায় জাতির শেষ্ঠ সন্তানদের স্মরণ করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসময় তাঁদের সম্মানে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে দিবসটি উপলক্ষে সকাল ১০.৩০ টায় বিশ^বিদ্যালয়ের মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে সভায় বিশ^বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপাচার্য বিজয়ের শুভেচ্ছায় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি বাঙালী জাতি চিরকৃতজ্ঞ। কৃতজ্ঞ জাতির সে সকল সূর্য সন্তানদের প্রতি, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে এ বিজয় অর্জিত হয়েছে।
এদিকে পুষ্পস্তবক অর্পণে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, গ্রেড ১১-১৬ ও গ্রেড ১৭-২০ কল্যান পরিষদ, বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হল, শেখ হাসিনা হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, বিভিন্ন বিভাগ, ববিতে কর্মরত বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের সংগঠন উত্তরাধিকার, ছাত্রলীগসহ বিশ^বিদ্যালয়ের অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেয়। সকাল সাড়ে ১১ টায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সকাল ১১:৪৫ মিনিটে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব শতবর্ষ উদ্যাপনের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে অনুষ্ঠিত কুইজ ও দেয়ালিকা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপাচার্য। মুক্তমঞ্চে দুপুর ১২ টায় বরিশাল বিশ^বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজয় দিবস উপলক্ষে বাদ যোহর বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া এবং মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এছাড়াও বিকাল ৩ টায় মুক্তমঞ্চে থাকছে বরিশাল বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুনর্ণ জয়ন্তী উপলক্ষে বিকাল সাড়ে ৪ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক শপথ পাঠ কর্মসূচির অংশ হিসেবে বরিশাল জেলা প্রশাসন কর্তৃক বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত কর্মসূচিতে বরিশাল বিশ^বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী যোগদান করেন।
অনুষ্ঠানে আলোচনা সভায় সঞ্চালনা করেন কলা ও মানবিক অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. মো: মুহসিন উদ্দীন।