ববিতে শিক্ষার্থীদের উদ্যোগে চলছে বৃক্ষরোপন কর্মসূচি

ববিতে শিক্ষার্থীদের উদ্যোগে চলছে বৃক্ষরোপন কর্মসূচি
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হচ্ছে। যা চলবে পুরো বর্ষাকাল জুড়ে। সাধারণ শিক্ষার্থীদের নিজেদের টাকায় এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ১৬৫ টি গাছ লাগানো হয়েছে। এসব গাছের মধ্যে কাঠগোলাপ, নাগলিঙ্গম, নাগকেশর, শ্বেতচাঁপা, কুরচি, চাঁপালিশ, তমাল, হিজল, লাল, সোনাইল, অশোক, মহুয়া, কৃষ্ণচূড়া, কাঠ বাদাম, নিম, অর্জুন, হরতকি রয়েছে। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লোকমান হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হচ্ছে মরুভূমির মতো। এরআগে বিশ্ববিদ্যালয় প্রশাসন গাছ লাগানোর কোন উদ্যোগ নেয়নি। প্রকৃতিকে ভালো বেসেই শিক্ষার্থীদের বৃক্ষরোপনের বিষয়টি মাথায় আসে। সেই চিন্তাভাবনা থেকেই ক্যাম্পাসকে সবুজায়ন করার জন্য এবং বিশ্ববিদ্যালয়ের প্রকৃত রুপ দেয়ার জন্য এ বৃক্ষরোপন কর্মসূচি। তিনি জানান, গত ১৩ মে থেকে শুরু হওয়া এ কর্মসূচি পুরো বর্ষাকাল পর্যন্ত চলবে। যে কাজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম , জয় বৈদ্য, আরিফ জোবায়েদসহ বেশ কিছু শিক্ষার্থী এবং আরণ্যক ও টারমাইট সোসাইটি নামে দুটি সংগঠনের নেতৃবন্দ শ্রম দিয়ে যাচ্ছে। এদিকে শিক্ষার্থীদের এ উদ্যোম দেখে দায়িত্ব প্রাপ্ত উপাচার্য ড. একেএম মাহবুব হাসান গাছ কিনে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।