বরগুনা মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি

বরগুনা মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি

বরগুনা জেনারেল হাসপাতাল চত্বরে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিএমটিএ) টেকনোলজিস্টদের কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচী পালন করে। 

আজ বৃহস্পতিবার (৯ জুলাই)  বেলা ১১ টায় কেন্দ্রীয় কর্মসূচী বাস্ততবায়নের লক্ষে টানা ২ ঘন্টার কর্মবিরতি কর্মসূচী পালন করা হয়। জেনারেল হাসপাতাল ও বে- সরকারী ক্লিনিকে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টরা কর্মবিরতি চলাকালীন সমাবেশ ও মানববন্ধনে অংশ নেন।  

জেলা মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের সভাপতি সুভাষ দত্তের সভাপতিত্বে মানববন্ধন  সমাবেশে বক্তব্য রাখেন,সাধারন সম্পাদক সুকুমার মালো, বে-সরকারী মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের সভাপতি দীপক মজুমদার, সাধারন সম্পাদক আবুল বাসার,জেলা কমিটির সহ-সভাপতি কল্পনা দত্ত,সাংগঠনিক সম্পাদক শাওন মুতাইত। 

সমাবেশে বক্তারা তাদের ৬ দফা দাবী তুলে ধরে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের কতিপয় ব্যাক্তির গাফিলতির কারনে বয়সোত্তীর্ণ মেডিকেল টেকনোলজিস্টদের বয়স প্রমার্জনা সাপেক্ষে ২০ হাজার বেকার মেডিকেল টেকনোলজিস্টকে নির্বাহী আদেশে নিয়োগ প্রদান,মেডিকেল টেকনোলজিস্টদের নতুন পদ সৃষ্টি, প্রধানমন্ত্রী ও সুগ্রীম কোর্টের নির্দেষে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়ন করতে হবে। 

করোনা পরিস্হিতির শুরু থেকেই মেডিকেল টেকনোলজিস্টরা ঝুঁকি নিয়ে নমুমা সংগ্রহ যাচ্ছেন তাদের এই দায়িত্ব পালন ও পরিশ্রমকে সরকারের নিকট যথাযথ মূল্যায়নের দাবী জানানো হয়।


ভোরের আলো/৪পিঅ/৯/২০২০