বরগুনায় খাদ্য সহায়তা দিলেন র‍্যাব-৮

বরগুনায় খাদ্য সহায়তা দিলেন র‍্যাব-৮

বরগুনায় আম্পানে ক্ষতিগ্রস্থ অসহায় ও গৃহ হারা পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ করেছে র‍্যাব-৮ পটুয়াখালী সদস্যরা। শনিবার বেলা ১১ টায় বরগুনা সদর উপজেলার ১০ নং নলটোনা ইউনিয়নের বাবুগঞ্জ বাজারে র‍্যাব-৮ এর পটুয়াখালী কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে চাউল, ডাউল, চিনি, তৈল, পিয়াজ, আলু, সেমাই ও চিড়া বিতরণ করে।

 র‍্যাব-৮ এর পটুয়াখালী কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনে বলেন, দেশের অপরাধ নিমুর্লের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রেখে আসছে র‍্যাব। এছাড়াও করোনা ভাইরাসের মধ্যে ঝুঁকি নিয়ে দিন-রাত কাজ করে যাচ্ছি আমরা।

এরইমধ্যে ঘুর্ণিঝড় আম্পানে দক্ষিণ অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে তাই বরগুনার ১০ নং নলটোনা ইউনিয়নের ক্ষতিগ্রস্থ, অসহায় ও গৃহহীন পরিবারদের মাঝে  ত্রান সামগ্রী দিয়েছি। এ ত্রান সহায়তা অব্যাহত থাকবে বলে জানান র‍্যাব অধিনায়ক রইস উদ্দিন।