বরগুনায় পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটির সভাপতি সোহেল,সম্পাদক আরিফ রহমান

বরগুনা জেলার পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন লেখক, সাংবাদিক ও আইনজীবী অ্যাড. সোহেল হাফিজ। সাধারণ সম্পাদক হয়েছেন বিশিষ্ট আলোকচিত্রী আরিফুর রহমান।
সম্মিলিত সামাজিক আন্দোলন বরগুনা জেলা শাখার সভাপতি জাকির হোসেন মিরাজ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সৈকত সৌন্দর্যের উপকূলীয় জেলা বরগুনা জেলার অপার সম্ভাবনাময় পর্যটন শিল্পের উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগে পর্যটন শিল্পের বিকাশে সরকারের পাশে থেকে কাজ করবে বরগুনা জেলা পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটি।
জেলার পর্যটন শিল্পের বিকাশে বিভিন্ন সময়ে অবদান রেখেছেন এমন অর্ধশতাধিক স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ২৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।