বরগুনার তালতলীতে এলাকাবাসীর উদ্যোগে সেতু সংস্কার

বরগুনার তালতলীতে স্বেচ্ছাসেবী সংগঠন বড় অংকুজানপাড়া যুব সমাজ কল্যাণ ক্লাব ও এলাকাবাসীর উদ্যোগে একটি আয়রন সেতু সংস্কার করা হয়েছে।
উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের বতীপাড়া ও সোবহান পাড়া গ্রামের যাতায়াতের একমাত্র মাধ্যম একটি আয়রন ব্রিজটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিলো। এতে চরম দুর্ভোগে পড়েন ওই দুই গ্রামের বাসিন্দারা ও বথীপাড়া নিম্ন মাঃ বিদ্যালয় ও সোবাহানপাড়া দাখিল মাদ্রাসায় কোমলমতি শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার ব্রিজটি সংস্কার করার ফলে তাদের ভোগান্তির লাগব হলো বড় অংকুজানপাড়া যুব সমাজ কল্যাণ ক্লাবের মাধ্যমে।
স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে আয়রন ব্রিজটি জরাজীর্ণ অবস্থায় ছিল, চলাচলের অনুপযোগী, মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করত। কিন্তু এ কারণে ছোট ছোট শিক্ষার্থীরাও যাতায়াত করতে পারত না ফলে একরকমের দুর্ভোগ সৃষ্টি হয়েছিল। স্বেচ্ছাসেবী সংগঠনের কল্যাণে এলাকাবাসীর সহযোগিতায় ব্রিজ সংস্কার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা।
সমাজসেবক কামরুজ্জামান বাচ্ছু বলেন, দীর্ঘদিন ধরে একটি আরন ব্রিজের এর কারনে দুই এলাকার মানুষ যাতায়াত করতে পারেনি, বিষয়টি স্থানীয় সরকারের দেখা উচিত। কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠন এরকম একটি ভালো কাজ করে তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কিভাবে সমাজের ও দেশের উন্নয়ন করতে হয়।
বড় অংকুজানপাড়া যুব সমাজ কল্যাণ ক্লাবের সভাপতি মো. জামাল হোসেন বলেন, দীর্ঘ দিনের এই সমস্যা থেকে পরিত্রান পাওয়ার জন্য আমাদের ক্ষুদ্রতম প্রচেষ্টা মাত্র। মানুষের জন্য আরও ভালো কাজ করতে চাই। সংস্কারে প্রায় ১৩,০০০ টাকা খরচ হয়েছে। যার ব্যয়ভার বড় অংকুজানপাড়া ক্লাবের সদস্যরা বহন করেছে।
এ বিষয়ে তালতলী ইউএনও কাওসার হোসেন বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনের ও এলাকাবাসীর এমন মহৎ কাজ সত্যিই প্রশংসনীয়। সরেজমিনে ওই এলাকা পরিদর্শন করা হবে।