বরগুনার বামনায় প্রতিপক্ষের হামলায় নিহত

বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের গুদিঘাটা গ্রামে আখের চাড়া রোপনকে কেন্দ্র করে প্রতিপক্ষ সুমন (২২) এক যুবকের হামলায় মোকছেদ (৪৫) নামের কৃষক নিহত হয়েছে।
স্হানীয় প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যাক্তির পারিবারিক সুত্র থেকে জানা গেছে,রোববার দুপুরে মোকছেদ তার জমিতে আখের চাড়া রোপন করার সময় একই গ্রামের শহীদ হাওলাদারের ছেলে সুমনের বাক-বিতন্ডা শুরু হয়। বাক-বিতন্ডার এক পর্যায়ে সুমন লাঠি দিয়ে মোকছেদের মাথায় আঘাত করলে ঘটনাস্হলে সে জ্ঞান হারায়।
রোববার রাতে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুর ২টার দিকে মোকছেদ মারা যায়।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস,এম,মাসুদুজ্জামান জানান,এ ব্যাপারে প্রধান অভিযুক্ত সুমন, তার বাবা,শহীদ হাওলাদার ও মা রাশিদা বেগমকে আটক করা হয়েছে।