বরগুনার মুসা বন্ড গ্রেপ্তার

বরগুনা চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলার আসামী বন্দুকযুদ্ধে নিহত নয়ন বন্ডের অন্যতম সহযোগী মোঃ মুসা খান ওরফে মুসা বন্ড কে (৩ সেপ্টেম্বর) রাতে বরগুনা থানা পুলিশ শহরের সদর রোড থেকে গ্রেফতার করে।
সে দীর্ঘদিন ভারত সহ দেশের বিভন্ন স্থানে পলাতক ছিলো। তবে বরগুনা জজ আদালতে বিচারের রায়ে মুসাবন্ড খালাস পেয়েছে।
বরগুনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মুসা বন্ডের বিরুদ্ধে জি.আর ও নন জি.আর সহ ৫ টি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। সেই সব মামলার সুত্রে তাকে গ্রেফতার করা হয়েছে।