বরগুনায় দুষ্কৃতকারীদের দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূ সাজিনুর বেগমকে (৩৩) উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। দ্রুত ঢাকায় নিয়ে যাওয়ার জন্য বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস আর্থিক সহযোগিতা দিয়েছেন।
গতকাল বৃহষ্পতিবার সকালে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারী ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকায় পাঠানোর পরামর্শ দিলে বিকেল চারটায় ঢাকায় নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ সাজিনুর ও তার স্বজনরা জানান, দাম্পত্য কলহের জের ধরে গত বুধবার মধ্যরাতে সদ্য তালাকপ্রাপ্ত স্বামী বেল্লাল হোসেন লোকজন সঙ্গে নিয়ে তাদের (সাজিনুর) ঘরে আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে সাজিনুরের ১০ বছর বয়সের মেয়ে কারিমা নিহত হয়। গুরুতর দগ্ধ হয় সাজিনুর। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকীর হোসেন জানান, গৃহবধূ সাজিনুরের শরীরের ৪৫ ভাগ পুড়ে গেছে। তাকে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের পরামর্শ দেওয়া হয়েছে।
সাজিনুরের বোন ফাতেমা বেগম এবং চাচাতো ভাই মো. জয়নাল জানান, চিকিৎসক সাজিনুরকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেয়। কিন্তু দ্রুত অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার মত আর্থিক সঙ্গতি ছিল না। সাংবাদিকদের মাধ্যমে এ খবর পেয়ে বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস তাৎক্ষনিক তাদের ১২ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। এরপর বিকেল চারটায় সাজিনুরকে নিয়ে তারা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।
সাজিনুর সদ্য তালাকপ্রাপ্ত স্বামী বেল্লাল হোসেনকে দায়ী করে বলেন, আমি তার শাস্তি দাবি করছি।