বরগুনায় কৃষক পেল ধান কাটা মেশিন

বরগুনায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
গত (১১ এপ্রিল) সকাল ১০ টায় বরগুনা সদর উপজেলা চত্ত্বরে উন্নয়ন সহায়তায় ৪ টি বিখ্যাত জাপানি প্রযুক্তির ইয়ানমার কম্বাইন হারভেস্টার ধান কাটা মেশিন বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল অদুদ খান উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও উপজেলা মৎস্য কর্মকতা মো: শহিদুল ইসলামসহ আরও অনেকে।
এ সময় তারা বলেন, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, বর্তমান সরকার কৃষকদের নিয়ে বদ্ধপরিকর। যাতে করে উন্নত প্রযুক্তির মাধ্যমে কৃষকরা কাজ করতে পারে এবং অধিক ফলন পায় তাই এই উন্নত প্রযুক্তি কৃষকের কাছে পৌছিয়ে দেওয়া হচ্ছে এই সকল যন্ত্রপাতি কৃষকরাও সযত্নে এগুলো ব্যবহার করবেন এটাই প্রত্যাশা আমাদের।