বরগুনায় নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ

গত বছরের ১ নভেম্বর থেকে চলতি বছরের জুন পর্যন্ত জাটকা ইলিশ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। জাটকা ইলিশ আহরণের নিষিদ্ধকালীন ৮ মাস মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়।
বুধবার দিনভর নিশানবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. দুলাল ফরাজী তালতলী খাদ্য গুদাম চত্বরে নিবন্ধিত ১ হাজার ৯৪৬ জেলের মধ্যে থেকে প্রথম ধাপে ১ হাজার ৪৮০ জেলে পরিবারের হাতে দুই মাসের ৮০ কেজি করে চাল তুলে দেন। চাল বিতরণ অনুষ্ঠানে মৎস্য প্রতিনিধি, সকল ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. দুলাল ফরাজী বলেন, সরকারি নিয়ম অনুযায়ী জাটকা শিকার না করলে আমাদের মাছের ঘাটতি কখনোই আসবে না। তিনি জাটকা ইলিশ রক্ষার জন্য জেলে ও সচেতন মহলের সহযোগিতা কামনা করেছেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, প্রতি বছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ৮ মাস সারা দেশে জাটকা ধরা নিষেধ। ১০ ইঞ্চির ছোট সব ইলিশ (জাটকা) ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময় ও মজুত আইনত দণ্ডনীয় অপরাধ। এজন্য মৎস্য অধিদপ্তর স্থানীয় প্রশাসনকে নিয়ে জেলেদের মধ্যে জাটকা না ধরার উপকারিতা সম্পর্কে গণসচেতনতা চালানো হচ্ছে। একইসঙ্গে স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ মিলে সমন্বিত অভিযান চলমান রয়েছে।