বরগুনায় মাস্ক ছাড়া যাত্রী হওয়া যাবে না

বরগুনায় মাস্ক ছাড়া যাত্রী হওয়া যাবে না

করোনা পরিস্থিতি মোকাবেলায় নাগরিক সচেতনতা বাড়াতে গুরত্বপূর্ণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এরমধ্যে বরগুনায় কোন বাসে যাত্রীরা বিনা মাস্কে উঠতে পারবে না। শহরে আসতে বাধ্যতামূলকভাবে মাস্ক পড়তে হবে। 

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে ডেমোক্রসি ইন্টারন্যাশনাল আয়োজিত বরগুনা এডভোকেসি টিমের এক ভিডিও কনফারেন্সে এডভোকেসি টিমের সুপারিশের পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দিয়েছেন বরগুনা-১ আসনের সংসদ এডভোকেট ধীরেন্দ্রদেবনাথ শম্ভু ও পৌরসভার মেয়র মো: শাহাদাত হোসেন। 

বরগুনা এডভোকেসি টিমের আহবায়ক চিত্তরঞ্জন শীলের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন, বরগুনা-১ আসনের সাংসদ এডভোকেট ধীরেন্দ্রদেবনাথ শম্ভু,  বরগুনা পৌরসভার মেয়র মো. শাহাদাৎ হোসেন, এডভোকেসি টিমে সদস্যসচিব মো. শাহাবুদ্দিন আহাম্মেদ সাবু এবং এডভোকেসি টিমের সদস্যবৃন্দ যথাক্রমে. সোহেলী পারভিন ছবি, মো. হুমায়ুন হাসান শাহীন, মো. হুমায়ুন কবির, মো. আরিফ খান, রিমা জামান, পূজা বিথি হাওলাদার, এডভোকেট রাব্বি, ডিউক ইবনে আমিন, মো. মোহসীন মিয়া, সুনাম দেবনাথ,ক্যাসপিয়া দেবনাথ,তারিকুজ্জামান টিটু, এডভোকেট রঞ্জুআরা শিপু প্রমুখ। সম্মেলনটি সমন্বয় করেন ডেমোক্রেসি ইন্টার ন্যাশনাল এর বরিশাল অফিসের সমন্বয়ক দিপু হাফিজুর রহমান।ওই সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ ও বিএনপির নেতৃস্থানীয় কর্মীরা।

কনফারেন্সে বরগুনার স্বাস্থ্য সমস্যা ও বৈশ্বিক সংকট করোনা ভাইরাস মোকাবেলায়  জনগণের সচেতনতা নিয়ে আলোচনা হয়। প্রসঙ্গক্রমে বরগুনা বাজারে ও যানবাহনে মাস্ক ছাড়া মানুষের চলাফেরা এবং স্বাস্থ্যবিধি উপেক্ষার বিষয় গুরুত্ব পায়। 

ধীরেন্দ্রদেবনাথ শম্ভু বলেন, বৈশ্বিক সংকট করোনা পরিস্থিতি দীর্ঘায়ীত হতে পারে। এসময় জনগণকে আরো সচেতন হতে হবে। তিনি বাস মালিক ও প্রশাসনকে চিঠি দেবেন যাতে করে মাস্ক ছাড়া কোন যাত্রী যানবাহনে চলাচল করতে না পারে, জনগণ সামাজিক দূরত্ব বজায় রাখে। একই সঙ্গে বরগুনা পৌরসভার মেয়র মো: শাহাদাৎ হোসেনের কাছে দাবী প্রসঙ্গে এবং সাংসদের পরামর্শে শহরে যাতে সব নাগরিক করোনা ভাইরাসের মোকাবেলায় মাক্স পড়ে শহরে সে পরামর্শ দেন।

কনফারেন্সে আলোচনা হয়, কোন নাগরিক মাস্ক ছাড়া শহরে এলে কোন দোকানদার যাতে তার কাছে কোন পণ্য বিক্রি না করে সে আবেদন জানাবেন। তিনি এও জানান,করোনা মোকাবেলায় সচেতনতা সৃষ্টির জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে শহরে ব্যপক প্রচারের ব্যবস্থা করবেন।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল -এর নেতৃবৃন্দ এবং সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দের সমন্বয়ে গঠিত বরগুনা এডভোকেসি টিম ইতিপূর্বে নারীবান্ধব বরগুনা গড়তে সফলতার সাথে কাজ করেছে এবং বরগুনার নারীদের দাবীর প্রেক্ষিতে সফল এডভোকেসির মাধ্যমে নারীদের জন্য পৃথক প্রাত:ভ্রমণের স্থানের ব্যবস্থা করেছে।  এছাড়া করোনাকালীন সময়ে ঈদ কেন্দ্রিক ভিড় ও অসচেতনতা রোধে বেশ কিছু সুপারিশমালা সমন্বয় করে মাননীয় প্রধানমন্ত্রী ও বরগুনা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে।