বরগুনায় মুক্তিযুদ্ধের স্মৃতি কথার মোড়ক উন্মোচন

বরগুনায় মুক্তিযুদ্ধের স্মৃতি কথার মোড়ক উন্মোচন


বরগুনায় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে “মুক্তিযুদ্ধের স্মৃতিকথা” শিরোনামে ১শ’ জন বীর মুক্তিযোদ্ধার স্মৃতিচারণমূলক গ্রন্থের মোড়ক উম্মোচন করা হয়েছে। বইটিতে বরগুনার ৬টি উপজেলার ১শ’জন মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধকালীন স্মৃতি সংকলিত করা হয়েছে। 

বুধবার(১০ জুন) দুপুরে বরগুনা জেলা প্রশাসক মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে “মুক্তিযুদ্ধের স্মৃতিকথা গ্রন্থের মোড়ক উন্মোচন করেন বরগুনা ১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। মুজিব বর্ষ উপলক্ষ্যে জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় বইটি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়। 

এসময় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন, পৌর মেয়র শাহাদাত হোসেন, জেলা আওয়ামী লীগের জেষ্ঠ্য সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, মুক্তিযোদ্ধা আ. রশিদ, মোতালেব মৃধা, সুখ রঞ্জন শীল, আনোয়ার হোসেন মনোয়ার প্রমুখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর হোসেন সজল।