বরিশাল উদীচীর সংবর্ধনা পেলেন অধ্যাপক বদিউর রহমান

বরিশাল উদীচীর সংবর্ধনা পেলেন অধ্যাপক বদিউর রহমান

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক বদিউর রহমানকে সংবর্ধনা দিয়েছে উদীচী বরিশাল জেলা সংসদ।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উদীচী কার্যালয় সংলগ্ন রজনীগন্ধা কমিউনিটি সেন্টারের হলরুমে উদীচী বরিশাল জেলা সংসদের শিল্পী ও কর্মীবৃন্দের জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এ সময় অনুষ্ঠানে আমন্ত্রিত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বদিউর রহমানকে শুভেচ্ছা জানানো হয়। পরে বরিশাল উদীচীর পক্ষ থেকে উত্তরীয় ও ফুলের শুভেচ্ছা দিয়ে অধ্যাপক বদিউর রহমানকে বরণ করে নেয়।

অনুষ্ঠানে উদীচী বরিশাল জেলা সংসদের সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে মঞ্চে উপস্থিত ছিলেন, অধ্যাপক বদিউর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রবীণ সাংবাদিক মানবেন্দ্র বটবেল, বরিশাল নাটকের সভাপতি কাজল ঘোষ।

এদিকে অধ্যাপক বদিউর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়- বরিশাল নাটক, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ বরিশাল শাখা, জাতীয় কবিতা পরিষদ বরিশাল, খেলাঘর বরিশাল জেলা কমিটি, উদীচী বরগুনা জেলা সংসদ, উদীচী বাকেরগঞ্জ উপজেলা সংসদ, উত্তরণ সাংস্কৃতিক সংগঠন, মহিলা পরিষদ বরিশাল, প্রগতি লেখক সংঘ, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ বরিশাল এবং বরিশাল চারুকলাসহ অন্যান্য সংগঠনের শিল্পী ও কর্মীবৃন্দরা।

অধ্যাপক ও সাংবাদিক বদিউর রহমান ১৯৬৮ সালে বাংলা ভাষা-সাহিত্যের অধ্যাপনায় যোগদান করেন। বরিশাল সৈয়দ হাতেম আলী কলেজ ও ব্রজমোহন কলেজ এবং খুলনা ব্রজলাল কলেজে চাকরি শেষে অবসর গ্রহণ জানুয়ারি ২০০৪-এ। ছাত্রজীবন থেকেই লেখালেখি ও সাংবাদিকতার সঙ্গে জড়িত। বর্তমানে দৈনিক বাংলাদেশ সময়-এর নির্বাহী সম্পাদক। কাজ করেছেন সাহিত্য-তত্ত্ব নিয়ে। লিখেছেন সাহিত্য স্বরূপ, সাহিত্য-সংজ্ঞা, অভিধান, ছন্দ অলঙ্কার রস-তত্ত্ব। এই সূত্র ধরেই প্রাচীন গ্রিক ও রোমান সাহিত্য-তত্ত্ব সন্ধান। অনুবাদ করেছেন প্লেটোর কাব্য-ভাবনা, এরিস্টটলের পোয়েটিকস, হোরেসের আর্স পোয়েটিকা এবং লঙ্গিনাসের সাহিত্য-তত্ত্ব। এই চার যুগন্ধর প-িতের সাহিত্য-তত্ত্ব সমন্বয়ে প্রকাশিত হয়েছে তাঁর ধ্র“পদী সাহিত্য-তত্ত্ব। আরও অনুবাদ করেছেন এম এন রায়ের ইসলামের ঐতিহাসিক ভূমিকা ও নয়া মানবতাবাদ; র্যালফ ফক্স-এর উপন্যাস ও জনগণ এবং ই এম ফরস্টারের উপন্যাসের যত বিষয়। সম্পাদনা করেছেন অশ্বিনীকুমারের রচনাসংগ্রহ, মুকুন্দদাসের যত লেখা, মুকুন্দদাসের দেশগান, চারণকবি মুকুন্দদাস প্রসঙ্গ, মাইকেল মধুসূদন দত্তর প্রহসন, পরশুরাম ও তার গড্ডালিকা, সত্যেন সেন ধ্র“পদী গণ-কথাশিল্পী, অগ্রন্থিত রণেশ দাশগুপ্ত ইত্যাদি গ্রন্থ।

এছাড়া উদীচী বরিশাল জেলা সংসদের সভাপতি হিসেবে ২৫ বছর ধরে নেতৃত্ব দিয়েছেন। ওই সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্যের একজন। অন্যদিকে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন অধ্যাপক ও সাংবাদিক বদিউর রহমান।