বরিশাল জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সনাক-এর মতবিনিময় সভা

বরিশাল জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশালের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় হাসপাতালের সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাসহ নানা বিষয়ে আলোচনা হয়।
গত সোমবার রাত ৯টায় জুম অনলাইনে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সনাক-টিআইবি’র ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশালের সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন।
বরিশাল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় বড়াল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় হাসপাতালের সেবায় স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতকরণ ও সেবার সার্বিক মানোন্নয়নে সিটিজেন চার্টার হালনাগাদকরণ, অভিযোগ গ্রহণ ও নিরসন, কর্তব্যরত ডাক্তার নার্স ও স্টাফদের ডিউটি রোস্টার টানানো, অনৈতিক লেনদেন বন্ধ করার জন্য প্রতিটি লেনদেনে রশিদ প্রদান, দালালদের দৌরাত্ম্য বন্ধ, ঔষধ কোম্পানীর প্রতিনিধি নিয়ন্ত্রণ ও কর্তৃপক্ষের সভায় জেন্ডার ইস্যু প্রধান্য দেওয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় অন্যান্যেরম মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা, সনাক সদস্য ও স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক নুরজাহান বেগম, স্বজন সহ-সমন্বয়ক রেবেকা সুলতানা, স্বজন সদস্য জাহানারা বেগম স্বপ্না, জেনারেল হাসপাতালের ডা. শেখ মিজানুর রহমান, ডা. রেহেনা ফেরদৌস, ডা. নুসরাত হোসাইন তন্বী, ডা. সাকায়েত হোসেন, ডা. রুহুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স আনজুমান আরা বেগম, মাজেদা বেগম প্রমূখ।সভা সঞ্চালনায় ছিলেন টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর-সিই মো. আশফাকুর রহমান।