বরিশাল জেনারেল হাসপাতালে সাধারণ রোগী ভর্তি শুরু

বরিশালে জেনারেল হাসপাতালে (সদর হাসপাতাল) আবারও নন কোভিড রোগী (সব ধরনের রোগী) ভর্তি নেয়া হচ্ছে।
করোনার প্রকোপ কিছুটা কমে যাওয়ায় এবং ভর্তি রোগীর সংখ্যা হ্রাস পাওয়ায় করোনা ওয়ার্ড সংকুচিত করে বুধবার থেকে সব ধরনের রোগী ভর্তি নেয়া শুরু হয়।
জেলা সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন। এর ফলে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ কিছুটা হলেও কমবে বলে আশা করেন সিভিল সার্জন।
বরিশালে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় গত জুলাই এবং আগস্ট মাসে শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে রোগীর চাপ সামাল দেয়া যাচ্ছিলো না। এ অবস্থায় বিকল্প একটি কোভিড হাসপাতাল প্রতিষ্ঠার জন্য বরিশাল জেনারেল হাসপাতালকে গত ৪ আগস্ট করোনা হাসপাতাল হিসেবে ঘোষণা করে স্বাস্থ্য মন্ত্রনালয়। ওই দিন থেকে অন্যান্য রোগের চিকিৎসা বন্ধ করে দেয়া হয় জেনারেল হাসপাতালে। নন কোভিড এই হাসপাতালটি ১শ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর করা হয়। ১শ শয্যা থাকলেও সর্বোচ্চ ৪২ জন রোগী করোনা আক্রান্ত ও উপসর্গের রোগী ভর্তি ছিলো সেখানে। আগস্টের শেষে দিকে রোগী সংখ্যা আশাব্যঞ্জকভাবে কমতে থাকে করোনা ডেডিকেটে জেনারেল হাসপাতালে। সব শেষ মঙ্গলবার জেনারেল হাসপাতালে ভর্তি ছিলো করোনা আক্রান্ত ও উপসর্গের ৩ জন রোগী।
এ কারণে ১শ শয্যার করোনা হাসপাতাল সংকুচিত করে ২২ শয্যার করোনা ওয়ার্ডে পরিণত করা হয় গত সোমবার। গত দুই দিন সংশ্লিষ্ট ওয়ার্ড ধোয়া-মোছা এবং জীবাণুমুক্ত করার পর বুধবার থেকে ফের সাধারন রোগী ভর্তি শুরু করে কর্তৃপক্ষ।
এখন থেকে জেনারেল হাসপাতালে আগের মতো সব রোগের চিকিৎসা দেয়া হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন। এর ফলে শের-ই বাংলা মেডিকেলে নন কোভিড রোগীর চিকিৎসায় কিছুটা হলেও চাপ কমবে বলে আশাকরেন তিনি।