বরিশাল জেলা বিএনপির উদ্যোগে তারেক রহমানের জন্মদিন

বরিশাল জেলা বিএনপির উদ্যোগে তারেক রহমানের জন্মদিন


বিএনপি চোয়ার পার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে দোয়া-মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 শুক্রবার সকাল ১০টায় নগরের সদর রোডস্থ জেলা ও মহানগর বিএনপি কার্য়লয়ে দোয়া-মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দক্ষিণ জেলা বিএনপি সভাপতি আলহাজ এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সম্পাদক অ্যাড. আবুল কালাম শাহিন, বরিশাল কোতয়ালী বিএনপি সভাপতি অ্যাড. এনায়েত হোসেন বাচ্চু, জেলা মহিলাদল সভাপতি ফারজানা তিথি, জেলা বিএনপি দপ্তর সম্পাদক আলহাজ মন্টু খা, বাখেরগঞ্জ পৌর বিএনপি সম্পাদক মোফাজ্জেল হোসেন, বরিশাল সদর উপজেলা যুবদল সভাপতি কবির হোসেন, জেলা স্বেচ্ছসেবকদল সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান আউয়াল, সাংগঠনিক সম্পাদক জাবের আব্দুল্লাহ সাদি, অ্যাড. আব্দুল মালেক, জেলা ছাত্রদল যুগ্ম সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।

এসময় জেলা প্রর্যায়ের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দোয়া-মোনাজাতে অংশগ্রহণ করেন।