বরিশাল তরুণ সংঘের ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদ-ঊল-ফিতর উপলক্ষে বরিশাল তরুণ সংঘের উদ্যোগে গরিব মানুষের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়েছে।
শুক্রবার (২১এপ্রিল) দুপুরে বরিশাল নগরীর বিবির পুকুর পাড় থেকে এ কার্যক্রম শুরু হয়। পরে নগরীর বিভিন্ন ওয়ার্ডের প্রায় অর্ধশত পরিবারের মাঝে এই উপহার পৌঁছে দেয়া হয়।
এসময় বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সাধারন সম্পাদক রিপন হাওলাদার, বরিশাল তরুণ সংঘের সভাপতি মজিবর রহমান নাহিদ, সহ-সভাপতি চাঁন আকন, সাধারন সম্পাদক এইচ আর হীরা, দপ্তর সম্পাদক রূপন কর অজিত, আইটি বিষয়ক সম্পাদক হাফিজ স্বাধীন, উপ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, সদস্য বিশ্বজিৎ কুমার রয় সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
পোলাওয়ের চাল, ভাতের চাল, তেল, সেমাই, চিনির, দুধ, আলু ও মসলার বিশেষ এই প্যাকেটটি উপহার পেয়ে অনেক খুশি নিম্ন আয়ের এসব মানুষগুলো।
বরিশাল তরুণ সংঘের সভাপতি মজিবর রহমান নাহিদ বলেন, আমরা বিভিন্ন পেশার তরুণরা এক হয়ে মানবকল্যানে কাজ করে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা নগরীর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে হতদরিদ্র মানুষগুলোর হাতে ঈদ উপহার পৌঁছে দিয়েছি। যাদের দিয়েছি এদের মধ্যে কেউ প্রতিবন্ধী, কেউ রিকশাচালক, ভিক্ষুক এমনকি কর্মহীন মানুষদেরও দেয়া হয়েছে। ইনশআল্লাহ আগামীতে আরও বৃহত পরিসরে আমরা এ সমাজের অসহায় মানুষগুলোর পাশে থাকবো।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে মানবকল্যানে নানা ধরনের কর্মসূচি গ্রহণ করে আসছে বরিশাল তরুণ সংঘ।