বরিশাল নগরীতে ফ্লাটে আটকে দেহ ব্যবসায় ব্যাধ্য করার অভিযোগে দম্পত্তি সহ ৩জন আটক

বরিশাল নগরীতে ফ্লাটে আটকে দেহ ব্যবসায় ব্যাধ্য করার অভিযোগে দম্পত্তি সহ ৩জন আটক


বরিশাল নগরীতে বিউটি পার্লারে চাকুরীর প্রলোভন দেখিয়ে একটি ফ্লাটে আটকে পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে এক দম্পত্তি সহ ৩জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর শ্রীনাথ চ্যাটার্জী লেনের একটি ফ্লাট বাসা থেকে তাদের আটক এবং যৌন নীপিড়নের শিকার তিন নারীকে উদ্ধার করে নগর গোয়েন্দা পুলিশ। 

আটককৃতরা হলো- মো. রানা ও তার স্ত্রী জেসমিন এবং তাদের সহযোগী দালাল মো. আকাশ। 

নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মহিউদ্দিন আহম্মেদ জানান, শ্রীনাথ চ্যাটার্জী লেনের একটি ফ্লাটে অভিযান চালিয়ে ৩ নারীকে উদ্ধার এবং তাদের অনৈতিক কাজ করতে বাধ্য করার অভিযোগে এক দম্পত্তি সহ ৩জনকে আটক করা হয়। বিউটি পার্লারে চাকুরীর প্রলোভন দেখিয়ে ওই নারীদের ফ্লাটে আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করা হতো। আটক ৩জনের বিরুদ্ধে মানব পাঁচার অপরাধ দমন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান। 

পুলিশ জানায়, জেসমিন অপর একটি মামলায় ১০ লাখ টাকার অর্থদন্ড ও এক বছরের কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী।